শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমোদন পেল ডঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (প্রস্তাবিত)

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার প্রত্যন্ত গ্রাম বাঁশগাড়ীতে প্রিমিয়ার গ্রুপ ও প্রিমিয়ার ব্যাংক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ বি এম ইকবালের প্রতিষ্ঠিত ডঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (প্রস্তাবিত) শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমোদন পেয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য এইচ বি এম লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য এইচ বি এম শোয়েব রহমান, প্রিমিয়ার ব্যাংকের এমডি ও সিইও (চলতি দায়িত্ব) সৈয়দ নওশের আলী।

News Source: https://bonikbarta.net/home/news_description/385131/